
গত ২৯ মে রোববার বিকেলে টরন্টোর বাংলাদেশ সেন্টারে বিপুল সংখ্যক চট্টগ্রামবাসীর উপস্থতিতে মিলনমেলায় রূপ নিয়েছিল । চিটাগাং এসোসিয়েশন অব কানাডা ইনক এর বার্ষিক সাধারণ সভা শেষে আগামী দুই বছরের জন্য নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে । এতে সরওয়ার জামান সভাপতি, সব্যসাচী চক্রবর্তী সাধারণ সম্পাদক, সনৎ বড়ুয়া কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন। একইসঙ্গে পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন: কানন বড়ুয়া, মোহাম্মদ সোলায়মান, কফিলউদদিন পারভেজ, সাহাব সিদ্দিকী, মোহাম্মদ আজাদ খান, সমর পাল, কানিজ ফাতেমা, কায়সার কবির, কাজী আবদুল মোমেন জুয়েল, মোহাম্মদ আমিনুল ইসলাম, মোহাম্মদ আজম মিয়া, বিশ্বজিৎ পাল, ব্যরিস্টার এস এম আশরাফুল করিম রনি, ড. মনজুর মোরশেদ, সেলিনা সরওয়ার, ফারাহ হোসেন, মিজানুর রহমান, ডাক্তার সেগুফা আনোয়ার । প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্ দৌজা ও কমিশনার শ্যামল ভট্টাচার্য নির্বাচন পরিচালনা করেন । একাধিক প্রার্থী না থাকায় নতুন কমিটি সরাসরি নির্বাচিত হয়েছেন ।
নব নির্বাচিত সভাপতি সরওয়ার জামান এবং সাধারণ সম্পাদক সব্যসাচী চক্রবর্তী উপস্থিত সকলের সহযোগীতা কামনা করেন এবং চট্টলাবাসীর সুখে দুঃখে সবাইকে সাথে নিয়ে এক সাথে কাজ করার অঙ্গীকার করেন। এর আগে বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন সেলিনা হোসাইন। এতে সাধারণ সম্পাদক সৈয়দ শওকত মাহমুদ সাধারণ সম্পাদকের, সাহাব সিদ্দিকী কোষাধ্যক্ষের রিপোর্ট উপস্থাপন করে বক্তৃতা করেন । এ সময় বাংলাদেশ ইডেন কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপিকা হান্নানা বেগম, চট্টগ্রাম বার এসোসিয়েশন এর সাবেক সভাপতি এডভোকেট আনোয়ারুল কবির, সেলিনা হোসেন, কানন বডুয়া, মোঃ সোলাইমান বক্তব্য রাখেন এবং এর সকল কর্মসূচিতে অংশগ্রহণ ও সহযোগিতা করবেন বলে জানান । অসুস্থতাজনিত কারণে কমিটির সভাপতি শিবু চৌধুরী অনলাইনে সকলকে ধন্যবাদ জানিয়ে সভার ইতি টানেন।
বিশ্ব চট্টগ্রাম উৎসব
উপস্থিত সবাইকে অভিহিত করে নাসির উদ্দিন দৌজা বলেন, আগামী বছর ” বিশ্ব চট্টগ্রাম উৎসব” এর সিদ্ধান্ত নেওয়া হয়েছে । এটি দুবাই কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে । এতে যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপ ,মধ্যপ্রাচ্য , অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও বাংলাদেশ মিলে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। যুক্তরাজ্যের ব্যারিস্টার মনোয়ার হোসেন চেয়ারম্যান, সদস্য সচিব আলমগীর হাকিম। প্রধান সমন্য়কারী নাসির উদ দৌজা, বাংলাদেশের গিয়াস উদ্দিন সমন্বয়ক এবং হেড অফ আইটি হিসেবে কফিল উদ্দিন পারভেজ কাজ শুরু করেছেন । এজন্য লিভার ব্রাদার্স বাংলাদেশ সহযোগিতা করতে রাজি হয়েছে বলে তিনি জানান । বিশ্ব জুড়ে চট্টগ্রাম বাসীর মধ্যে এ নিয়ে আলোড়ন সৃষ্টি হয়েছে । প্রেস বিজ্ঞপ্তি।