গর্ভপাত সংক্রান্ত মার্কিন সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের খসড়া ফাঁস হয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে গর্ভপাতবিরোধী হাজারও বিক্ষোভকারী বৃহস্পতিবার পার্লামেন্ট হিলে নেমে আসেন। গর্ভপাতবিরোধী গ্রুপ ক্যাম্পেইন লাই কোয়ালিশনের জাতীয় প্রেসিডেন্ট জেফ গানারসন বলেন, রো বনাম ওয়েড সিদ্ধান্তের ব্যাপারে কী ভাবছেন? আপনি কী খুব উত্তেজিত? আমি উত্তেজিত।
গর্ভপাতের অধিকারের পক্ষে কথা বলে আসা ব্যক্তিদের উদ্দেশ্য করে তিনি বলেন, তারা ভয় পাচ্ছে। গর্ভপাতবিরোধী আরেক বিক্ষোভকারী ভ্যালেরি লুয়েটকা বলেন, কানাডা ও যুক্তরাষ্ট্রের পরিস্থিতি অবশ্যই ভিন্নতর। যুক্তরাষ্ট্রে তারা রো বনাম ওয়েড গর্ভপাত আইন বাতিল করতে চাইছে। কিন্তু আমাদের এখানে এ সংক্রান্ত কোনো আইনই নেই। তাই আমরা একটা আইন করার চেষ্টা করছি। সুতরাং, পরিস্থিতি অবশ্যই ভিন্ন রকম।
গর্ভপাতবিরোধী বিক্ষোভকারীরা বিভিন্ন ধরনের পোস্টার নিয়ে সমাবেশে হাজির হন। এসব পোস্টারে লেখা ছিল, ‘আমার গর্ভপাত নিয়ে আমি অনুতপ্ত। জীবন ভালোবাসো। জীবন বেছে নাও।’
পাল্টা বিক্ষোভকারীরাও বিভিন্ন ধরনের পোস্টার সঙ্গে নিয়ে আসে। তাতে লেখা ছিল, ‘গর্ভপাত হলো স্বাস্থ্যসেবা। শরীর থেকে আইনকে দূরে রাখুন।’
প্ল্যানড প্যারেন্টহুড অটোয়ার নির্বাহী পরিচালক জেইসি ওয়াকার বলেন, যারা এখানে সমবেত হয়েছে তাদের সঙ্গে একাত্মতা ঘোষণাই আমাদের উদ্দেশ্য। গ্রুপটি তথ্য বিনিময় করতে চায় এবং প্রজনন সংক্রান্ত ন্যায়বিচারের প্রতি সমর্থন জানাতে চায়।
মার্চ ফর লাইফ সমাবেশে অংশগ্রহণকারী অনেককেই ধর্মীয় পোশাকে জড়ো হতে দেখা গেছে এবং অনেকেই খ্রিষ্টধর্মের উদাহরণ দিচ্ছিলেন। গায়েতানা নিকোলা নামে এক বিক্ষোভকারী বলেন, জীবন খুবই গুরুত্বপূর্ণ। এটা ঈশ^রের উপহার। দীর্ঘদিন ধরেই তিনি এই বার্ষিক সমাবেশে অংশ নিচ্ছেন।