
আইকিয়া কানাডার ৯৫ হাজার গ্রাহকের তথ্য খোয়া গেছে। এ তথ্য কানাডার প্রাইভেসি ওয়াচডগকে জানিয়েছে কোম্পানিটি।
সিপি২৪কে পাঠানো এক বিবৃতিতে খুচরা আসবাব বিক্রেতা প্রতিষ্ঠানটি জানিয়েছে, আমাদের গ্রাহকদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং ঘটনাটি আমরা অফিস অব দ্য প্রাইভেসি কমিশনার অব কানাডাকে জানিয়েছি। একইসঙ্গে সংশ্লিষ্ট গ্রাহকদেরও জানানো হয়েছে। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে সেজন্য আমরা অভ্যন্তরীণ পদ্ধতি পর্যালোচনা ও হালনাগাদ করেছি। আমাদের গ্রাহকদের এ ব্যাপারে কিছু করার দরকার নেই।
ক্ষতিগ্রস্ত গ্রাহকদের কাছে পাঠানো চিঠিতে আইকিয়া কানাডা বলেছে, যেসব তথ্য খোয়া গেছে তার মধ্যে আছে গ্রাহকের নাম, ইমেইল ঠিকানা, ফোন নাম্বার ও পোস্টাল কোড।