শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
0 C
Toronto

Latest Posts

ব্রিটিশ কলাম্বিয়ায় মসজিদের বাইরের ঘটনাটি ঘৃণাত্মক নয়

- Advertisement -
ফাইল ছবি

মসজিদের বাইরে সংঘটিত বিব্রতকর ঘটনাটি বর্ণবাদী মনোভাব থেকে ঘৃণাত্মক নয় বলে জানিয়েছে ব্রিটিশ কলাম্বিয়ার পুলিশ। সারে আরসিএমপি থেকে শনিবার দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুই সন্দেহভাজন তরুণ মুসলিম এবং তারা এ ঘটনার তদন্তে সহায়তা করছেন।

একটি চলন্ত গাড়ি থেকে তিনজন পথচারীকে লক্ষ্য করে পানি ছোড়ার অভিযোগটি বুধবার রাতে পায় রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি)। এর মিনিটখানেক পর গাড়িটি রাস্তা থেকে সরে হাটতে থাকা এক ব্যক্তিকে প্রায় ধাক্কা দেয়। ন্যাশনাল কাউন্সিল অব কানাডিয়ান মুসলিমস ও ব্রিটিশ কলাম্বিয়া মুসলিম অ্যাসোসিয়েশন এ ঘটনাকে গভীর উদ্বেগজনক বলে উল্লেখ করেছে।

- Advertisement -

এ ঘটনার মীমাংসায় ব্রিটিশ কলাম্বিয়ায় প্রসিকিউশন সার্ভিসের সংশ্লিষ্টতা লাগবে অথবা আদালতের বাইরে সব পক্ষকে একত্রে বসে তাদের ও বৃহত্তর কমিউনিটির ওপর এ ঘটনার প্রভাব বলতে দিতে হবে। সারে আরসিএমপির সহকারি কমিশনার ব্রায়ান এডওয়ার্ডস বলেন, বিব্রতকর সব ঘটনা পুলিশকে জানানোর প্রয়োজনীয়তা এ ঘটনায় উঠে এসেছে, যাতে করে তারা পূর্ণাঙ্গভাবে এগুলোর তদন্ত করতে পারে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.