বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
8.3 C
Toronto

Latest Posts

চট্টগ্রাম সমিতি কানাডার ক্রিকেট টীম ‘চিটাগাং ভাইকিংস’

- Advertisement -
গত ১৪ মে শনিবার চট্টগ্রাম সমিতি কানাডার উদ্যোগে ক্রিকেট টিমের জার্সি উন্মোচন অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো চিটাগাং ভাইকিংস

গত ১৪ মে শনিবার চট্টগ্রাম সমিতি কানাডার উদ্যোগে ক্রিকেট টিমের জার্সি উন্মোচন অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো চিটাগাং ভাইকিংস । সেই সাথে চট্টগ্রাম সমিতি কানাডার সফলতার ঝুড়িতে যুক্ত হলো আরেক সাফল্যের স্বর্ণ পলক। বিপুল উপস্থিতিতে ৩১০৮ ডেনফোর্থ এভিনিউতে অনুষ্ঠিত এই অনুষ্ঠানটি ছিলো অত্যন্ত জমজমাট। সমিতির সদস্যবৃন্দ এবং টরন্টোয় বসবাসরত চট্টগ্রামবাসী ছাড়াও স্থানীয় অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এই বিশেষ অনুষ্ঠানে। তাঁদের মধ্যে এনআরবি টিভির চেয়ারম্যান আব্দুল হালিম মিয়া, এনআরবি টিভির সিইও ও বাংলামেইল সম্পাদক শহিদুল ইসলাম মিন্টু, বাংলা কাগজ পত্রিকার সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর, ক্যান-বাংলা টিভির চেয়ারম্যান এবং বঙ্গবন্ধু ফাউন্ডেশন কানাডার সভাপতি ড. হুমায়ুন কবির, প্রাক্তন ছাত্র নেতা এবং চাকসুর প্রাক্ত জিএস আজিম উদ্দিন আহমেদ। এছাড়াও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন স্বনামধন্য খেলোয়াড় মাহফুজুর রহমান মুন্না এবং জিয়াউর রশিদ রূপম উপস্থিত ছিলেন।

সমিতির আহ্ববায়ক বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস মিয়ার সভাপতিত্বে ও সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় সন্ধ্যা ৮টায় অনুষ্ঠান শুরু হয়। তিন পর্বে সাজানো ছিলো পুরো অনুষ্ঠানটি। আলোচনা পর্ব, খেলোয়ার পরিচিত পর্ব ও জার্সি উন্মোচন পর্ব। আলোচনা পর্বে বক্তব্য রাখেন সমিতির যুগ্ম আহ্বায়ক কাজী ওসমান, যুগ্ম আহ্বায়ক মাহবুবুল ইসলাম চৌধুরী সাইফুল, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হাসান, যুগ্ম আহ্বায়ক এমদাদ হোসেন, সদস্য সচিব মনজুর চৌধুরী, যুগ্ম সদস্য সচিব হাসান তারেক, সদস্য প্রকৌশলী সিরাজুল ইসলাম, প্রকৌশলী তপন বড়–য়া, শেখ জসিম উদ্দিন, লায়ন নাঈমা ফেরদৌসী (প্রাক্তন লায়ন ডিস্ট্রিক গভর্ণর), উজ্জ্বল চৌধুরী, প্রাক্তন ক্রিকেটার কামরুল ইসলাম এবং টরন্টো লীগের নিয়মিত ক্রিকেটার ফয়সল দস্তগীর। বক্তারা চট্টগ্রাম সমিতির এই ব্যতিক্রমধর্মী এবং গঠনমূলক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। সেই সাথে ভবিষ্যতে উনাদের পক্ষ থেকে যেকোন ধরণের সাহায্য সহযোগীতার আশ্বাস প্রদান করেন। বক্তব্যে ক্রিকেট খেলা ও চিটাগাং ভাইকিংস ক্রিকেট দল কানাডাকে নিয়ে বিভিন্ন বিষয় ফুটে উঠে। ক্রিকেট বর্তমান বিশ্বে একটি জনপ্রিয় খেলা। কানাডাতেও ক্রিকেটের বিভিন্ন টুর্নামেন্টে অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম সমিতি কানাডা সামাজিক, সাংস্কৃতিক ও জনকল্যানমূলক কর্মকান্ড করে আসছে। চিটাগাং ভাইকিংস ক্রিকেট টিম কানাডাকে পৃষ্ঠপোষকতাসহ সকল প্রকার সহযোগীতা করার ঘোষণা দিয়ে ক্রীড়া ক্ষেত্রেও তাদের কার্যক্রমকে বিস্তৃত করেছে। বক্তারা সকলেই এই ক্রিকেট টিমকে অভিনন্দন জানান এবং আগামী দিনের সাফল্য কামনা করেন।

- Advertisement -

পর্বে তরুণ ক্রিকেটারদের মঞ্চে ডাকা হয় এবং পরিচয় করিয়ে দেয়া হয়। করতালি দিয়ে তাদেরকে বরণ করা হয়। এই পর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ক্রিকেট টিমের সংগঠক আনোয়ার সালাম এবং এই টিমের অধিনায়ক স্বাক্ষর বড়–য়া।
তৃতীয় পর্বে সমিতির নেতৃবৃন্দ অতিথিদেরকে নিয়ে চিটাগাং ভাইকিংয়ের জার্সি উন্মোচন করেন। উপস্থিত ক্রিকেটাররা জার্সি পরিধান করেন। শুভেচ্ছার নির্দশন স্বরূপ চট্টগ্রাম সমিতি কানাডা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন দুই ক্রিকেটার মাহফুজুর রহমান মুন্না এবং জিয়াউর রশিদ রূপমকে চিটাগাং ভাইকিংস এর জার্সি উপহার দেয়া হয় এবং সংগঠনের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইলিয়াস মিয়া, সদস্য সচিব মঞ্জুর চৌধুরী, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হাসান এবং মাহবুবুল ইসলাম চৌধুরী সাইফুল জার্সি পরিয়ে দেন।

পরিশেষে আহবায়ক উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে নৈশভোজ গ্রহণের আহ্বান জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
মুখরোচক ও সুস্বাদু খাবারের স্পনসর ছিলেন মঞ্জুর চৌধুরী, ব্যবস্থাপনা ছিলেন মাহবুবুল ইসলাম সাইফুল এবং রান্নায় ছিলেন চট্টগ্রাম সমিতি ইয়ুথ টিমের জনি। নৈশভোজ পরিবেশনে সহযোগীতা করেন আহসান বারী লাভলু, মোঃ সেকান্দার আলী, সুমন, এরশাদ, আমিন মিয়া প্রমুখ।

অত্যন্ত পরিচ্ছন্ন এবং সফল একটা অনুষঠান উপহার দিল চট্টগ্রাম সমিতি কানাডা ইনক।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.