বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
6.3 C
Toronto

Latest Posts

টরন্টোতে রবীন্দ্র জয়ন্তী

- Advertisement -
রবীন্দ্রনাথ ঠাকুর নামটা বাঙালির আবেগ ও রক্তে মিশে থাকা এক অস্তিত্ব

২৫ বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। এবছর ৯ মে, ২০২২, সোমবার, (২৫ বৈশাখ, ১৩২৯ বঙ্গাব্দ) বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্মজয়ন্তী। রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালির আত্মার সঙ্গে মিশে আছেন। রবীন্দ্রনাথ ঠাকুর নামটা বাঙালির আবেগ ও রক্তে মিশে থাকা এক অস্তিত্ব। তাই তো ২৫ বৈশাখ গুরুত্বপূর্ণ দিন। এই কিংবদন্তীর আবির্ভাব দিবসে তাঁকে স্মরণ করে বিশ্বজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাঙালি ও রবীন্দ্রপ্রেমীরা।

৮ মে ২০২২ রবিবার টরন্টোতে “রবীন্দ্র জয়ন্তী ২০২২” আয়োজন করে ‘অন্যস্বর টরন্টো‘ ও ‘অন্যথিয়েটার টরন্টো’।

- Advertisement -

“তুমি চিরনবীন, চিরমঙ্গল, চিরসুন্দর হে রবি”- কবিগুরুর প্রতি এমন শ্রদ্ধাঞ্জলির ডালি নিবেদিত হয়েছে নাট্যনির্দেশক, আবৃত্তিকার, টরন্টোর জনপ্রিয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব আহমেদ হোসেনের পরিকল্পনা ও পরিচালনায় সন্ধ্যা ৮-৯ টায় টরন্টোর ২০৮-৬৯ লেবোভিক এভিনিউর ক্যানবাংলা টিভির স্টুডিওতে। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি ও সঙ্গীত পরিবেশন করেছেন ফারিহা, দো’জা, ফারজিয়া, জনি, আসিফ, মৈত্রেয়ী, হাসি, জুলিয়া, শুচি, রিমি, লাকি, রিক্তা, রিফফাত, মানবী ও গাজী। মিউজিক সিস্টেম ও চিত্রগ্রহনের দায়িত্ব পালন করেছেন মামুনুর রশিদ।

রবীন্দ্রনাথের সাহিত্যকর্ম, সংগীত, জীবনদর্শন, মানবতা, ভাবনা সবকিছুই সত্যিকারের বাঙালি হয়ে উঠতে অনুপ্রেরণা দেয়। পঁচিশে বৈশাখ জন্মদিন উদযাপনের মাধ্যমে রবিঠাকুরকে স্মরণ করে আমাদের চেতনাকে জাগ্রত করে উন্নত মননশীলতা অর্জনের অকাঙ্খায় তাড়িত করে ও বিশ্ববোধে অনুপ্রাণিত করে।
কবি, ছোটগল্পকার, ঔপন্যাসিক, নাট্যকার, প্রাবন্ধিক, চিত্রশিল্পী, দার্শনিক, সুরস্রষ্টা, গায়ক, সমাজ সংস্কারক, শিক্ষাবিদ রবীন্দ্রনাথ যিনি বাংলাভাষা ও সাহিত্যকে বিশ্বসভায় মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছেন তাঁর প্রতি

শ্রদ্ধা জানাতে সমবেত হয়েছিলেন রবীন্দ্রপ্রেমী প্রবাসী বাঙ্গালীরা। শিল্পীরা কবি রচিত ছন্দ, সুর ও গানের পরিবেশনা দিয়ে শ্রোতা ও দর্শকদের হৃদয় পূর্ণতায় ভরিয়ে দিয়েছেন। তারা গভীর মগ্নতায় হয়েছেন বিমোহিত ।

গর্ভে রূপের অন্বেষণে মগ্ন হয়েছেন গভীর নিস্তব্ধতায়।

রবি কবির কবিতা ও গানের মাধ্যমে মননশীলতার প্রদীপ জ্বালাতে অন্যস্বর ও অন্যথিয়েটারের প্রচেষ্ঠার উচ্চকিত প্রশংসা করেছেন উপস্থিত সবাই।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.