
ইউক্রেনীয়দের নিরাপদে কানাডায় আনতে কানাডিয়ানরা নগদ অর্থ অথবা অ্যারোপ্ল্যান তহবিল সহায়তা শুরু করেছে। অভিবাসন মন্ত্রী শন ফ্রেজার বলেন, এর উদ্দেশ্য হলো অনুমোদিত অন্তত এক হাজার ইউক্রেনীয় ও তাদের পরিবারকে কানাডায় আনতে ফ্লাইটের খরচ দিয়ে সহায়তা করা। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এ বছরের গোড়ার দিকে ইউক্রেনীয়দের কানাডায় আনতে চার্টার্ড ফ্লাইটের যে ঘোষণা দিয়েছিলেন এটা হবে তার বাইরে।
৫৪ হাজারের বেশি ইউক্রেনীয়কে এরই মধ্যে তিন বছরের জন্য কানাডায় প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। এখন তারা তাদের পরবর্তী পদক্ষেপের ব্যাপারে সিদ্ধান্ত নেবে।
অনুদান গ্রহন এরই মধ্যে শুরু হয়ে গেছে। তবে কীভাবে যোগ্য ইউক্রেনীয়রা এই অর্থ পাবেন আগামী কয়েক সপ্তাহেও তা জানার সুযোগ নেই। নতুন এই তহবিল মাইলস৪মাইগ্র্যান্টস চ্যারিটি, দ্য শাপিরো ফাউন্ডেশন ও এয়ার কানাডার অংশ।