
দেশব্যাপী চাইল্ডকেয়ার ব্যবস্থা সম্প্রসারণের পুরো দায় ফেডারেল বাজেটের নয় বলে মন্তব্য করেছেন নারীবাদিরা। অ্যাডভোকেসি গ্রুপ চাইল্ডকেয়ার নাউয়ের নির্বাহী পরিচালক মর্না বালান্টাইন বলেন, নতুন চাইল্ডকেয়ার কেন্দ্র স্থাপনে সরকার একটি তহবিল গঠন করায় আমি সন্তুষ্ট।
এক সাক্ষাৎকারে তিনি বলেন, চাইল্ডকেয়ার নিয়ে ফেডারেল সরকার প্রদেশ ও অঞ্চলগুলোর সঙ্গে যে তহবিল চুক্তিতে পৌঁছেছে অবকাঠামোর জন্য তা যে যথেষ্ট কার্যত ফেডারেল সরকার তা স্বীকার করে নিলো। নতুন চাইল্ডকেয়ার সুবিধঅ স্থাপনে যে তহবিল গঠন করা হয়েছে তা থেকে প্রতি বছর মাত্র ৩ হাজার ১২৫টি নতুন স্থানকে অর্থ দেওয়া হবে।
২০২২ সালের ফেডারেল বাজেটে চাইল্ডকেয়ারে প্রদেশ ও অঞ্চলগুলোর বিনিয়োগে সহায়তার অংশ হিসেবে আগামী চার বছরে ৬২ কোটি ৫০ লাখ ডলার বরাদ্দ রাখা হয়েছে। নতুন চাইল্ডকেয়ার সুবিধা প্রতিষ্ঠাও এর মধ্যে অন্তর্ভুক্ত।
বাজেটে বলা হয়েছে, তাদের তহবিলে সারাদেশে ২ লাখ ৭৬ হাজার চাইল্ডকেয়ার সুবিধা প্রতিষ্ঠা করা হবে।
চাইল্ডকেয়ার রিসোর্স অ্যান্ড রিসার্চ ইউনিটের তথ্য অনুযায়ী, ২০১৯ সালে কানাডায় যথেষ্ট সংখ্যক চাইল্ডকেয়ার সেন্টার ছিল এবং ৫ বছর বয়সী ২৭ শতাংশ শিশুকে সেবা দেওয়া সম্ভব হতো।
চাইল্ডকেয়ার ব্যবস্থা সম্প্রসারণের ক্ষেত্রে সরকারকে আরেকটি যে চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে তা হলো এগুলো পরিচালনায় কর্মী নিয়োগ। বাজেটের তথ্য অনুযায়ী, প্রদেশ ও অঞ্চলগুলোর সঙ্গে ফেডারেল সরকারের সম্পাদিত প্রাক-প্রাথমিক শিক্ষা ও চাইল্ডকেয়ার চুক্তি অনুযায়ী, ৫২ হাজার তেকে ৬৩ হাজার চাইল্ডহুড এডুকেটর নিয়োগ দিতে হবে। খবর: দ্য কানাডিয়ান প্রেস।