
টরন্টো সিটি কাউন্সিল ও অন্টারিওর প্রিমিয়ার ডগ ফোর্ডের ভাইপো মাইকেল ফোর্ড তার চাচার অন্টারিও প্রোগ্রেসিভ কনজার্ভেটিভ পার্টির হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। রোববার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলের তরফ থেকে এ ঘোষণা দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, ইয়র্ক সাউথ-ওয়েস্টন থেকে এমপিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন মাইকেল ফোর্ড।
এক বিবৃতিতে তিনি বলেন, ইয়র্ক সাউথ-ওয়েস্টনের বাসিন্দারা কুইন’স পার্কে তাদের এমন একজন প্রতিনিধি চান যার কাজ শুধূ কথা বলা নয়, নির্মাণ করা ও আমাদের কমিউনিটিতে ভালো বেতনের কাজে ব্যবস্থা করা। ডগ ফোর্ড ও অন্টারিও প্রোগ্রেসিভ কনজার্ভেটিভ পার্টির পক্ষেই যে কাজটা করা সম্ভব আমি সেটা ভালোভাবেই জানি। এ কারণেই ইয়র্ক সাউথ-ওয়েস্টনে প্রোগ্রেসিভ কনজার্ভেটিভ পার্টি থেকে আপনাদের প্রার্থী হতে পেরে আমি নিজেকে সম্মানিত বোধ করছি। সেই সঙ্গে আপনাদের সমর্থন ও মহৎ কমিউনিটি গড়ে তোলার দিকে তাকিয়ে আছি।
মাইকেল ফোর্ড ২০১৬ সাল থেকে ইটোবিকোক নর্থ ওয়ার্ডের স্থানীয় প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এর আগে টরন্টো ডিস্ট্রিক্ট স্কুল ট্রাস্টির দায়িত্বও পালন করেন তিনি। এক সময় তিনি টরন্টো পুলিশ সার্ভিসেস বোর্ড, ইকোনমিক অ্যান্ড কমিউনিটি ডেভেলপমেন্ট কমিটি, অডিট কমিটি ও কানাডিয়ান ন্যাশনাল এক্সিবিশন অ্যাসোসিয়েশন বোর্ডেও দায়িত্ব পালন করেন।
দলের পক্ষ থেকে বলা হয়েছে, প্রচারণার সময় মাইকেল ফোর্ড সিটি কাউন্সিলর হিসেবে তার বেতন স্থানীয় কমিউনিটিভিত্তিক সংগঠনকে দান করবেন। প্রোগ্রেসিভ কনজার্ভেটিভ পার্টির নেতা ডগ ফোর্ড এক বিবৃতিতে বলেছেন, তার দেখা কঠোর পরিশ্রমী ব্যক্তিদের মধ্যে তার ভাইপো অন্যতম। তিনি কাজ করতে জানেন এবং প্রতিটি পদক্ষেপে প্রতিনিধিত্বকারী ব্যক্তিদের জন্য লড়াই করেন। গত দুই মেয়াদে সিটি কাউন্সিল হিসেবে তার আসনে নিজেকে শক্তিশালী প্রার্থী হিসেবে নিজেকে প্রমাণ করেছেন তিনি। কুইন’স পার্কেও তা অব্যাহত রাখবেনে মাইকেল ফোর্ড।
অন্টারিও প্রোগ্রেসিভ পার্টির তরফ থেকে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও মাইকেল ফোর্ডের পার্টি নেতার পারিবারিক সম্পর্কের বিষয়টি উল্লেখ করা হয়নি।