বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
0.7 C
Toronto

Latest Posts

ক্র্যাফট অ্যালকোহলে আবগারি শুল্ক প্রত্যাহারের দাবি

- Advertisement -
ক্র্যাফট অ্যালকোহলের ওপর আরোপিত আবগারি শুল্ক প্রত্যাহারের বিষয়টি ফেডারেল অর্থ মন্ত্রণালয় বিবেচনা করবে বলে আশা করছেন এর উৎপাদকরা

ক্র্যাফট অ্যালকোহলের ওপর আরোপিত আবগারি শুল্ক প্রত্যাহারের বিষয়টি ফেডারেল অর্থ মন্ত্রণালয় বিবেচনা করবে বলে আশা করছেন এর উৎপাদকরা। ক্র্যাফট অ্যালকোহল উৎপাদকদের সংগঠন বলছে, উৎপাদকদের আবগারি শুল্ক থেকে নিষ্কিৃতি প্রয়োজন। শুক্রবার বিয়ার, সিডার, স্পিরিট ও মল্ট লিকারের আবগারি শুল্ক বেড়ে যায়।

আসন্ন বাজেট নিয়ে আর্থিক কমিটির প্রতিবেদনে কানাডার ক্ষুদ্র ডিস্টিলার ও অন্যান্য ক্র্যাফট অ্যালকোহল উৎপাদকরা যাতে বিদেশে প্রতিযোগিতা করতে পারে সেজন্য যুক্তরাষ্ট্রের মতো ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছিল। যে চারটি সুপারিশ করা হয়েছিল তার মধ্যে একটি অর্থাৎ ব্যক্তিগত ও ভোগ করে পরিবর্তন আনায় ক্র্যাফট বিয়ার শিল্প খুশিই হয়েছে।

- Advertisement -

কানাডিয়ান ক্র্যাফট ব্রিউয়ারস অ্যাসোসিয়েশনের নির্বাহী পরিচালক রিক ডালমাজি বলেন, আমাদের আবগারি শুল্কের হার যে মার্কিন যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের বিবেচনায় অকেজো তারা সেটা অনুধাবন করতে পেরেছেন। তাই আমি বলবো তারা আমাদের কথা শুনছেন। এ বছরের মধ্যেই তাদের এটা বাস্তবায়নের সক্ষমতা আছে কিনা সেটা অন্য প্রশ্ন।

অ্যালকোহল আমদানিকারকদের ওপর আবগারি শুল্কে ২০১৭ সালে পরিবর্তন এনেছে মার্কিন কংগ্রেস। মার্কিন লবি গ্রুপ বিয়ার ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, ক্ষুদ্র উৎপাদকদের ক্ষেত্রে শুল্ক হার ব্যাপক কমানোর ফলে ৯৯ শতাংশ ব্রিউয়ারকে এখন অনেক কম আবগারি শুল্ক পরিশোধ করতে হচ্ছে। তবে বৃহৎ উৎপাদকদের শুল্ক হার কমেছে মাত্র ৩ শতাংশ।

কানাডার পরিস্থিতিও একইরকম বলে জানান ডালমাজি। তিনি বলেন, কানাডায় ১ হাজার ২০০ ক্র্যাফট ব্রিউয়ার রয়েছে। এদের মধ্যে ১ হাজার ব্রিউয়ার উৎপাদন করে বছরে ২ হাজার হেক্টোলিটার ব্রিউয়ার। ব্রিউয়ার হিসেবে আপনি ছোট বা বড় যাই হোন না কেন আপনাকে একটি নির্দিষ্ট হারে আবগারি শুল্ক পরিশোধ করতে হচ্ছে এবং হেক্টোলিটারভিত্তিতে তা বাড়ছে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.