শনিবার, এপ্রিল ২০, ২০২৪
5.6 C
Toronto

Latest Posts

অন্টারিও সায়েন্স টেবিল থেকে পদত্যাগ করছেন পিটার জুনি

- Advertisement -
ড. পিটার জুনি

কোভিড-১৯ মহামারির পুরো সময়জুড়ে অন্টারিও সায়েন্স অ্যাডভাইজরি টেবিলের দায়িত্ব পালনকারী রোগতত্ত্ববিদ ড. পিটার জুনি পদত্যাগ করছেন। বিদেশে একটি গবেষণা কাজের জন্য এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
মহামারির সময়ে প্রিমিয়ার ডগ ফোর্ডকে নীতি পরামর্শ দিয়ে সহায়তাকারী রোগত্ত্ববিদ ও গবেষকদের যে স্বেচ্ছাসেবক গ্রুপ ড. পিটার জুনি তার বৈজ্ঞানিক পরিচালক। তিনি অক্সফোর্ড বিশ^বিদ্যালয়ের একটি চাকরির প্রস্তাবে রাজি হয়েছেন এবং ১ জুলাই এই দায়িত্ব গ্রহণ করবেন। অন্তর্বর্তী সময়ের জন্য তিনি অন্টারিও সায়েন্স অ্যাডভাইজরি টেবিলের দায়িত্ব পালন করেবন। তবে বসন্তের শেষ দিকে তিনি পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন।

ড. পিটার জুনি বলেন, পরবর্তী যৌক্তিক পদক্ষেপ সম্ভবত এটাই এবং এটাই ভালো মনে হচ্ছে। যদিও বলতে দ্বিধা নেই যে, আমি কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েছি এবং দায়িত্ব ছাড়াটা আমার জন্য কষ্টের হবে।

- Advertisement -

সুইজারল্যান্ডে জন্ম নেওয়া ড. জুনি কোভিড-১৯ মহামারির সময়ে গণমাধ্যমে নিয়মিত মন্তব্যকারী ছিলেন। মহামারির সর্বশেষ পরিস্থিতি এবং প্রদেশ কোন পথে যাচ্ছে সেই ইঙ্গিত দিতে সিপি২৪সহ অন্যান্য গণমাধ্যমের সামনে নিয়মিতই হাজির হতেন তিনি। অনেক সময় ফোর্ড সরকারের সঙ্গে তার মতদ্বৈতাও হয়েছে। যেমন গত বসন্তে খেলার মাঠ ও বিনোদন কেন্দ্রগুলো বন্ধের ব্যাপারে সরকারের সিদ্ধান্তের সঙ্গে একমত হতে পারেননি জুনি। গত বছর সরকার তিনদিনের সবেতন অসুস্থ্যতাজনিত ছুটি অনুমোদনের আগ পর্যন্ত এ নিয়েও কথা বলেন তিনি।

সিপি২৪এর সঙ্গে শুক্রবার আলাপকালে জুনি বলেন, পরিবারের কাছাকাছি থাকার তাড়না থেকেই মূলত তার এই সিদ্ধান্ত। সুইজারল্যান্ডে বসবাসকারী প্রাপ্ত বয়স্ক দুই সন্তানের কাছাকাছিও থাকতে চান তিনি। তবে গত সাত বছর ধরে টরন্টোতে বসবাস ও কাজের জন্য সবসময়ই কৃতজ্ঞ থাকবো।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.