
শ্রেণিকক্ষে মাস্ক পরিহিত ও না পরা শিক্ষার্থীদের আলাদাভাবে বসার ব্যবস্থার পক্ষে টুইট করায় তদন্তের মুখে পড়েছেন টরন্টো ডিস্ট্রিক্ট রিজিয়নাল স্কুল বোর্ডের (টিডিএসবি) এক শিক্ষক। সে পর্যন্ত ওই শিক্ষককে হোম অ্যাসাইনমেন্ট দিয়েছে বোর্ড।
পিটার হাসেক নামে ওই শিক্ষক টুইটে লেখেন, ২১ মার্চ শিক্ষকদের উত্তম চর্চার মধ্য দিয়ে যেতে হবে। শিক্ষার্থীরা মাস্ক পরিহিত ও না পরিহিত এই দুই ভাগে বিভক্ত হবে। যেসব বাবা-মা সন্তানদের তারা আপনাদের বিবেচনাকে সাধুবাদ জানাবেন।
টুইটার বায়োগ্রাফিতে হাসেক নিজেকে টিডিএসবি শিক্ষার্থীর একজন গর্বিত বাবা হিসেবে পরিচয় দিয়েছেন। ২০ বছর ধরে টিডিএসবির শিক্ষকতার করার জন্যও গর্ব বোধ করেন তিনি।
এ ঘটনায় ব্যবস্থা গ্রহণে বিলম্ব করেনি স্কুল বোর্ড। এক ইমেইল বার্তায় টিডিএসবির মুখপাত্র রায়ান বার্ড বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের এই পোস্টের সঙ্গে আমরা দ্বিমত পোষণ করছি। এই কর্মী যে মতামত দিয়েছেন তার সঙ্গে টরন্টো ডিস্ট্রিক্ট স্কুল বোর্ডের অবস্থানের কোনো সম্পর্ক নেই এবং এটা আমাদের কোনো শ্রেণিকক্ষেই হচ্ছে না।
তবে হাসেক ঠিক কোন স্কুলে শিক্ষকতা করেন তা জানা যায় নি। স্কুল বোর্ডের তরফ থেকে বলা হয়েছে, তদন্তের ফলাফল হাতে না পাওয়া পর্যন্ত ওই শিক্ষককে হোম অ্যাসাইনমেন্টে রাখা হবে।
এদিকে স্কুলে বাধ্যতামূলক মাস্ক পরিধান ও কোভিড-১৯ সংক্রান্ত প্রটোকলে তারা বিরক্ত বলে জানিয়েছেন কিছু পরিবার। অন্টারিও ফ্যামিলিজ কোয়ালিশনের ব্রনউইন আলসপ বলেছেন, ২১ মার্চের পরও কিছু স্কুল বোর্ড মাস্ক পরিধান ও কোভিড-১৯ সংক্রান্ত সুরক্ষা ব্যবস্থা অব্যাহত রাখার ব্যাপারে গো ধরে আছে। প্রত্যেক স্কুলেরই একই নীতিমালা অনুসরণ করা উচিত।