মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪
14.3 C
Toronto

Latest Posts

উবারের ভাড়া বৃদ্ধি

- Advertisement -
গ্যাসের মূল্য রেকর্ড পরিমাণ বৃদ্ধির পরিপ্রেক্ষিতে সাময়িকভাবে জ্বালানির ওপর সারচার্জ আরোপ করেছে উবার

গ্যাসের মূল্য রেকর্ড পরিমাণ বৃদ্ধির পরিপ্রেক্ষিতে সাময়িকভাবে জ্বালানির ওপর সারচার্জ আরোপ করেছে উবার। চালক ও ডেলিভারি কাজে নিয়োজিত ব্যক্তিদের সহায়তার অংশ হিসেবে এ উদ্যোগ নিয়েছে কোম্পানিটি। এর ফলে উবারে ট্রিপ নিতে বাড়তি অর্থ ব্যয় করতে হচ্ছে আরোহীদের। ১৬ মার্চ থেকে সারচার্জ কার্যকর হয়েছে।

এর ফলে গ্রাহকদের প্রতি ট্রিপে দশমিক ৫ ডলার সারচার্জ পরিশোধ করতে হচ্ছে। এছাড়া উব্রা ইটসের ক্ষেত্রে প্রতি ডেলিভারিতে ভোক্তাদের ফি থেকে দশমিক ৩৫ ডলারের সমপরিমাণ সারচার্জ সমন্বয় করা হচ্ছে। গ্রাহকদের কাছ থেকে নেওয়া এই সারচার্জের পুরোটাই চালক ও ডেলিভারির কাজে নিয়োজিত ব্যক্তিরা পাবেন বলে উবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

- Advertisement -

উবারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, সাময়িকভাবে সারচার্জ আরোপের উদ্দেশ্য হচ্ছে গ্যাসের উচ্চ মূল্যের বোঝা কিছুটা লাঘব করা। এটা সাময়িক হলেও অন্ততপক্ষে আগামী ৬০ দিন পর্যন্ত বলবৎ থাকবে। তবে এ ব্যাপারে মতামত পর্যবেক্ষণের পাশাপাশি পুরো সময়জুড়ে গ্যাসের মূল্যের উপর নজর রাখা হবে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে গ্রেটার টরন্টো এরিয়াতে (জিটিএ) পাম্পে গ্যাসের মূল্য আরেক সব রেকর্ড ভঙ্গ করেছে। এ সপ্তাহে প্রতি লিটার গ্যাসের দাম ১ দশমিক ৯ ডলারে পৌঁছেছে। এ মাসের এখন পর্যন্ত এ অঞ্চলে লিটার প্রতি গ্যাসের মূল্য ৩২ সেন্ট বেড়েছে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.