বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪
5.9 C
Toronto

Latest Posts

রাশিয়া ছাড়ছে বৈশ্বিক ব্র্যান্ড

- Advertisement -
কানাডা গুজ পারকাস থেকে শুরু করে আইফোন ও এয়ারক্রাফট ইঞ্জিনের যন্ত্রাংশ এমনিক কিছু উড়োজাজও আর রাশিয়ার কাছে বিক্রি করা হবে না। রাশিয়ার কাছে বিক্রি না কার ব্র্যান্ডের তালিকাটি প্রতিদিনই দীর্ঘ হচ্ছে

কানাডা গুজ পারকাস থেকে শুরু করে আইফোন ও এয়ারক্রাফট ইঞ্জিনের যন্ত্রাংশ এমনিক কিছু উড়োজাজও আর রাশিয়ার কাছে বিক্রি করা হবে না। রাশিয়ার কাছে বিক্রি না কার ব্র্যান্ডের তালিকাটি প্রতিদিনই দীর্ঘ হচ্ছে।

বোয়িং ও এক্সন মোবিল থেকে শুরু করে ফোর্ড মোটর করপোরেশনের মতো পশ্চিমা কিছু বৃহৎ ব্র্যান্ড রাশিয়ায় তাদের কার্যক্রম স্থগিত করেছে। ইউক্রেন আক্রমণের পাল্টা হিসেবে একে দেখা হচ্ছে নজিরবিহীন করপোরেট পদক্ষেপ হিসেবে।

- Advertisement -

শীতকালীন পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান কানাডা গুজ হোল্ডিংস বুধবার বলেছে, রাশিয়ায় পাইকারি ও ই-কমার্সের মাধ্যমে সব ধরনের বিক্রি স্থগিত করছে তারা। অ্যাপলও রাশিয়াতে তাদের আইফোন ও অন্যান্য পণ্যের বিক্রি বন্ধেল ঘোষণা দিয়েছে।

ইউক্রেন আক্রমণের পর পশ্চিমা দেশগুলো রাশিয়া ও দেশটির প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন এবং কেন্দ্রীয় ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এর ফলে রাশিয়ার মুদ্রা রুবল অস্বাভাবিক দর হারিয়েছে এবং কেন্দ্রীয় ব্যাংক সুদের হার বাড়াতে বাধ্য হয়েছে। পাশাপাশি অনেক কোম্পানির জন্যই দেশে ব্যবসা করা কঠিন হয়ে পড়েছে।

মার্কিন তেল খাতের জায়ান্ট এক্সন বলেছে, রাশিয়ায় নতুন করে তারা আর বিনিয়োগ করবে না এবং সাখালিন-১ তেল ও গ্যাস কোম্পানি থেকে বেরিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। রাশিয়ার সর্ববৃহৎ বিদেশি বিনিয়োগকারী ব্রিটিশ পেট্রোলিয়াম এবং শেল পিএলসিও এর আগে একই ধরনের পদক্ষেপ নিয়েছে।
অন্যান্য বিদেশি কোম্পানির মতো ফোর্ডও রাশিয়ায় তাদের কার্যক্রম স্থগিত করে দিয়েছে। ডেইমলার ট্রাক রাশিয়ায় তাদের কার্যক্রম স্থগিত করেছে। মার্সিডিজ-বেঞ্জ গ্রুপ কামাজ থেকে তাদের ১৫ শতাংশ শেয়ার যত দ্রুত সম্ভব প্রত্যাহারের কথা ভাবছে।
রাশিয়ায় সব ধরনের গাড়ি রপ্তানি স্থগিত করার ঘোষণা দিয়েছে জেনারেল মোটোরস। জাহাজিকরণ বন্ধ রেখেছে বিএমডব্লিউও। সেই সঙ্গে রাশিয়ায় তাদের উৎপাদনও বন্ধ রাখবে বিএমডব্লিউ।

এভিয়েশন খাতে বোয়িং রাশিয়ান এয়ারলাইন্সগুলোকে রক্ষণাবেক্ষণ ও কারিগরী সহায়তা না দেওয়ার ঘোষণা দিয়েছে। বোয়িংয়ের প্রতিদ্বন্দ্বী এয়ারবাসও খুচরা যন্ত্রাংশ সরবরাহ বন্ধ করে দিয়েছে। বিশে^র বৃহÍম এয়ারক্রাফট লিজিং কোম্পানি লুফথানসার টেকনিক ইউনিট ও এয়ারকাপ হোল্ডিংস রাশিয়ার গ্রাহকদের জন্য তাদের সেবা বন্ধ ঘোষণা করেছে।

ব্যতিক্রম নয় ক্রিড়া জগতও। জার্মান স্পোর্টসওয়্যার কোম্পানি অ্যাডিডাস রাশিয়ান ফুটবল ইউনিয়নের সঙ্গে অংশীদারিত্ব স্থগিত করেছে।
এছাড়া গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট ইনকরপোরেশন রাশিয়ার রাষ্ট্রায়ত্ত প্রকাশক আরটিএর জন্য মোবাইল অ্যাপ ব্লক করে দিয়েছে। মাইক্রোসফটও আরটির মোবাইল অ্যাপ এর উইন্ডোস অ্যাপ স্টোর থেকে সরিয়ে নেওয়ার কথা জানিয়েছে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.