মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪
14.3 C
Toronto

Latest Posts

ইউক্রেনকে ঋণ ও অস্ত্র সহায়তা দিচ্ছে কানাডা

- Advertisement -
ইউক্রেনকে ৫০ কোটি ডলারের ঋণের পাশাপাশি ৭৮ লাখ ডলার মূল্যের অস্ত্র ও গোলাবারুদ সহায়তা দিচ্ছে কানাডা

ইউক্রেনকে ৫০ কোটি ডলারের ঋণের পাশাপাশি ৭৮ লাখ ডলার মূল্যের অস্ত্র ও গোলাবারুদ সহায়তা দিচ্ছে কানাডা। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এ ঘোষণা দিয়েছেন।

প্রধানমন্ত্রী বলেন, ১২ কোটি ডলারের ঋণ ও অস্ত্রের পূর্ববর্তী যে ঘোষণা তার বাইরে এ সহায়তা দেওয়া হবে। পূর্ববর্তী প্রতিশ্রুতি অনুযায়ী ঋণ ও অস্ত্র সহায়তা ইউক্রেনকে আগেই সরবরাহ করেছে কানাডা।

- Advertisement -

এর বাইরে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এরই মধ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কথা বলেছেন। পাশাপাশি অন্য ইউরোপীয় নেতাদের সঙ্গে কথা বলেছেন তিনি।

জাস্টিন ট্রুডো বলেন, আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ দেওয়া হয়েছে ইউক্রেনের বিশেষ অনুরোধেল পরিপ্রেক্ষিতে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, বুলগেরিয়া, চেক প্রজাতন্ত্র, নেদারল্যান্ডস ও পোল্যান্ডের কাছ থেকে এ ধরনের অস্ত্র সহায়তা এরই মধ্যে পেয়েছে ইউক্রেন। কানাডিয়ান ও বিশ^কে এটা জানানো গুরুত্বপূর্ণ যে ইউক্রেন ও এর স্বাধীনতা রক্ষায় কানাডা সহায়তা করে যাবে।

ইউক্রেনিয়ান কানাডিয়ান কংগ্রেসের জাতীয় প্রেসিডেন্ট আলেক্সান্দ্রা শিকজিস এ ঘোষণাকে সাধুবাদ জানিয়ে বলেন, ইউক্রেনে অস্ত্র পাঠানো কানাডার নীতিতে বড় ধরনের পরিবর্তন আসার ইঙ্গিত। ইউক্রেনের অর্থনীতিকে অস্থিতিশীল করতে রাশিয়ার যে চেষ্টা তাকে রুখতে কাজে আসবে ঋণের অর্থ। ইউক্রেনের নজিরবিহীন এই দুঃসময়ে কানাডা আবারও প্রমাণ করলো যে, তারা ইউক্রেন ও ইউক্রেনের নাগরিকদের সত্যিকারের বন্ধু।

উল্লেখ্য, ক্রাইমিয়াকে ইউক্রেনের কাছ থেকে বিচ্ছিন্ন করার পর ২০১৪ সাল থেকেই ৪৪০ জন রুশ নাগরিকের ওপর নিষেধাজ্ঞা বলবৎ রেখেছে ফেডারেল সরকার।

 

 

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.