বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
7.9 C
Toronto

Latest Posts

এডমন্টন এলাকায় পাইপলাইন সম্প্রসারণ কাজ সমাপ্ত

- Advertisement -
ছবি/ ট্রান্স মাউন্টেন

কাজ শুরুর দুই বছর পর এডমন্টন অঞ্চলে ট্রান্স মাউন্টেন পাইপলাইন সম্প্রসারণের কাজ সম্পন্ন হয়েছে। ট্রান্স মাউন্টেন করপোরেশন মঙ্গলবার জানায়, এডমন্টনের দক্ষিণের বেশ কিছু নেবারহুডের মধ্য দিয়ে প্রবাহিত বিদ্যমান লাইন প্রতিস্থাপনের কাজ সমাপ্ত হয়েছে।

নতুন লাইনটির দৈর্ঘ্য প্রায় ৫০ কিলোমিটার এবং এটি শেরউড পার্কে ট্রান্স মাউন্টেনের এডমন্টন টার্মিনাল থেকে নগরীর পশ্চিমে আচেসন ইন্ডাস্ট্রিয়াল এরিয়া পর্যন্ত বিস্তৃত। নতুন পাইপলাইনের বড় অংশই বসানো হয়েছে ট্রান্সপোর্টেশন ইউটিলিটি করিডর বরাবর, যেখানে অ্যান্থনি হেনডে ড্রাইভের সাউথ লেগ অবস্থিত। সড়ক ও উত্তর সাস্কেচুয়ান নদীর নিচ দিয়ে চলে যাওয়া জটিল ক্রসিং এর মধ্যে অন্তর্ভুক্ত।

- Advertisement -

পাইপলাইন সম্প্রসারণের কাজ শুরু হয় ২০১৯ সালের ডিসেম্বরে। কাজের অংশ হিসেবে ৪৮ হাজার ৭৬২ মিটার পাইপ বসানো হয়। ট্রান্স মাউন্টেন বলছে, প্রকল্পটি শেষ করতে সাকল্যে ১৫ লাখ জন-ঘণ্টা কাজ করার প্রয়োজন হয়েছে। এডমন্টন অঞ্চলে পাইপলাইন সম্প্রসারণ কাজে নেতৃত্ব দিয়েছে ঠিকাদার প্রতিষ্ঠান এসএ এনার্জি।

ট্রান্স মাউন্টেন করপোরেশনের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়ান অ্যান্ডারসন বলেন, ৯০০ কর্মী এবং আমাদের আদিবাসী ও স্থানীয় ব্যবসায়ী অংশীদারদের র কঠোর পরিশ্রম ও ত্যাগের কারণে এটা সম্ভব হয়েছে। ট্রান্স মাউন্টেন সম্প্রসারণ প্রকল্প খুবই গুরুত্বপূর্ণ মাইলস্টোন।

অ্যান্ডারসন বলেন, এডমন্টন সম্প্রসারণ প্রকল্পের মোট কর্মীবাহিনীর ২২ শতাংশ আদিবাসী। এছাড়া ৫ কোটি ৭০ লাখ ডলারের কার্যাদেশ দেওয়া হয় আদিবাসী ব্যবসায়ীদের।

বৃহত্তর এডমন্টন এরিয়ায় পাইপলাইন নির্মাণের প্রথম পর্যায় শেষ হলেও এর কার্যক্রম শুরুর ক্ষেত্রে এখনও বেশ কিছু পদক্ষেপ বাকি আাছে। রিক্লেমেশন ওয়ার্ক ও সিডিংয়ের মতো কিছু কাজ চলমান থাকবে। ট্রান্স মাউন্টেন বলছে, এডমন্টন টার্মিনালে কিছু নির্মাণকাজ, পাম্প স্টেশন ও অন্যান্য সুবিধাদির কাজ চলমান আছে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.