শনিবার, এপ্রিল ২০, ২০২৪
7.5 C
Toronto

Latest Posts

বিদেশে দূতাবাস কর্মীদের রহস্যজনক অসুস্থতার ওপর নজর রাখার আহ্বান

- Advertisement -
পররাস্ট্রমন্ত্রী মেলানি জোলি

কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে বিদেশে কর্মরত কর্মীদের রহস্যজনক অসুস্থতার উপসর্গগুলোর প্রতি নজর রাখার আহ্বান জানানো হয়েছে। কিউবায় কানাডিয়ান ও মার্কিন দূতাবাসের কর্মীদের মধ্যে ব্যাখ্যাতীত এই স্বাস্থ্য সমস্যা ধরা পড়ার পরিপ্রেক্ষিতে কানাডার তরফ থেকেও এ আহ্বান জানানো হলো।

অটোয়া সদরদপ্তরে সব জ্যেষ্ঠ ব্যবস্থাপক, বিদেশি মিশন ও দূতাবাসে কর্মরত বিভিন্ন ফেডারেল বিভাগের প্রধানদের গত সেপ্টেম্বরে এ বিষয়ে ব্রিফ করে গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা। সম্প্রতি প্রকাশিত এক ব্রিফিং নোট থেকে এ তথ্য জানা গেছে। এরপর গত ৭ অক্টোবর গ্লোবাল অ্যাফেয়ার্সের সব কর্মীর কাছে বার্তা পাঠানো হয়। তাতে উপসর্গের ধরন ও কিভাবে তা জানাতে হবে সে সম্পর্কে বলা হয়।
কিউবার হাভানায় নিযুক্ত কানাডিয়ানের কূটনীতিক ও তাদের পরিবারের সদস্যদের মধ্যে ২০১৭ সাল থেকে মাথা ব্যথা, স্মুতি বিলোপ, মনোযোগ দিতে অসমর্থ হওয়া, দৃষ্টি সমস্যা, শব্দের প্রওতি সংবেনশীলতা. তন্দ্রাচ্ছন্নতা, বমি বমি ভাব, ঘুমের ব্যাঘাত ও নাক দিয়ে রক্ত বেরোনোর সমস্যা দেখা যাচ্ছে। ১৫ জনের মধ্যে অ্যাকুয়ার্ড ব্রেইন ইনজুরির (এবিআই) বিষয়টি নিশ্চিত হওয়া গেছে বলে জানিয়েছে গ্লোবাল অ্যাফেয়ার্স।

- Advertisement -

কিউবায় কর্মরত কিছু মার্কিন কর্মকর্তার মধ্যেও একই সমস্যা দেখা গেছে, সাধারণভাবে যা হাভানা সিনড্রোম নামে পরিচিত। অতি সম্প্রতি ওয়াশিংটন, অস্ট্রিয়া ও চীনে কর্মরত মার্কিন কর্মকর্তাদের মধ্যেও একই সমস্যা পরিলক্ষিত হয়েছে।
কানাডার পররাষ্ট্রমন্ত্রীকে লেখা নভেম্বরের নোটে এ ব্যাপারে বলা হয়েছে, বিদেশে কর্মরত মার্কিন কর্মকর্তাদের মধ্যে ব্যাখ্যাতীত স্বাস্থ্য সমস্যার সংবাদ অব্যাহতভাবে গণমাধ্যমে আসছে। নিশ্চিতভাবেই এটা বিভিন্ন দেশে কর্মরত কানাডা সরকারের কর্মকর্তাদের মধ্যে উদ্বেগ বাড়াচ্ছে।

 

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.