
আউটডোরে নাগরিকদের আরও সক্রিয় থাকার সুযোগ দিতে সিটি কর্তৃপক্ষ কাজ করবে বলে জানিয়েছেন ব্র্যাম্পটনের মেয়র প্যাট্রিক ব্রাউন। ওমিক্রন ব্যারিয়েন্টের বিস্তার রোধে ইনডোর জিম ও অন্যান্য বিনোদন বন্ধ করে দেওয়ায় এ ঘোষণা দিয়েছেন তিনি।
নতুন জনস্বাস্থ্য বিধির আওতায় বুধবার সকালেই জিম ও বিনোদন কেন্দ্রের পরিচালনা বন্ধ করে দেওয়া হয়েছে। অন্ততপক্ষে ২১ দিন বলবৎ থাকবে এ বিধিনিষেধ।
ব্র্যাম্পটন সিটি হলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মেয়র ব্রাউন একে বড় সিদ্ধান্ত বলে মন্তব্য করেন। তিনি বলেন, তবে লকডাউনের মধ্যেও বাসিন্দাদের সক্রিয় রাখতে আউটডোরে বিনোদনের সুযোগ তৈরি করতে সিটি কর্তৃপক্ষ সহায়তা করবে। সামনের সপ্তাহগুলোতে সিটি কর্তৃপক্ষ পরিচালিত রিঙ্কগুলোর পরিচালনা সময় বাড়িয়ে দেবে। সেই সঙ্গে নির্দেশকের নেতৃত্বে আউটডোরে হাইকিংয়েরও সুযোগ দেবে। সিটি কর্তৃপক্ষ ১০০টি আউটডোর খেলার মাঠ থেকে বরফ সরানোর কাজ করবে এবং এগুলো খোলা থাকবে।
এদিকে জনস্বাস্থ্য কর্মকর্তারা ওমিক্রনের প্রভাব কমাতে বাসিন্দাদের দেখা সাক্ষাৎ লক্ষ্যণীয় মাত্রায় কমিয়ে আনার পরামর্শ দিয়েছেন, যাতে করে স্বাস্থ্য সেবা ব্যবস্থা বর্ধিত কোভিড রোগীদের ভালোভাবে সেবা দিতে সক্ষম হয়।
ব্রাউন বলেন, কমিউনিটির স্বাস্থ্য ও কল্যাণের নানা উপায় আছে। সক্রিয় জীবনাচার তার মধ্যে একটি এবং আমরা যখন বিনোদন বন্ধ করি তখন সেখানে যে অর্থের ইস্যুটি আছে সেই উদ্বেগের কথা আমাকে বলতেই হবে। আপনারা জানেন যে, নিজের বাড়িতে জৌলুসপূর্ণ বিনোদনের সুবিধা খুব কম লোকেরই আছে। অনেকের বাড়িতে আঙ্গিনাও নেই।
সংক্রমণের আগের ঢেউগুলোতে ফোর্ড সরকার বেশ কিছু আউটডোর বিনোদনকেন্দ্র বন্ধ করে দিয়েছিল। গত বসন্তে খেলার মাঠও বন্ধ ঘোষণা করা হয়েছিল। যদিও পরের দিনই এ ঘোষণা প্রত্যাহার করে নেওয়া হয়। নতুন প্রাদেশিক নির্দেশনা অনুযায়ী, আউটডোর বিনোদন কেন্দ্রগুলোর পরিচালনা অব্যাহত রাখা যাবে। তবে দর্শনার্থীর সংখ্যা ভেন্যুর ধারণক্ষমতার ৫০ শতাংশের বেশি হওয়া যাবে না।