সোমবার, মার্চ ১৮, ২০২৪
-0.4 C
Toronto

Latest Posts

নতুন বছর নিয়ে আশাবাদী কানাডিয়ানরা

- Advertisement -
আশাবাদ নিয়ে নতুন বছরের ঘণ্টা বাজাচ্ছেন কানাডিয়ানরা

আশাবাদ নিয়ে নতুন বছরের ঘণ্টা বাজাচ্ছেন কানাডিয়ানরা। ২০২২ সালটা ভালোই যাবে বলে মনে করছেন কানাডিয়ানরা।
২০২১ সালে নানা চ্যালেঞ্জ মোকাবেলা করতে হলেও নতুন বছরটি তাদের ও তাদের পরিবারের সদস্যদের জন্য ভালো যাবে বলে বিশ্বাস করেন অধিকাংশ কানাডিয়ান। এমনটাই উঠে এসেছে সাম্প্রতিক এক সমীক্ষায়।

সমীক্ষায় অংশগ্রহণকারী ৪৭ শতাংশ কানাডিয়ান ২০২১ সাল খারাপ কেটেছে বলে জানান। তবে ২০২২ সালটা তাদের জন্য ভালো যাবে বলে মনে করেন সমীক্ষায় অংশ নেওয়া ৬৯ শতাংশ কানাডিয়ান।

- Advertisement -

মারু পাবলিক ওপিনিয়ন পোলের ফলাফল অনুযায়ী, সমীক্ষায় অংশগ্রহণকারী অর্ধেকের বেশি অর্থাৎ ৫৫ শতাংশ কানাডিয়ান নিজেদের ও অন্যদের জন্য বিশেষ কিছু করবেন বলে নির্ধারণ করেছেন। তবে অর্থনীতি ও ব্যক্তিগত আর্থিক বিষয় বিবেচনায় নিলে এটাকে খুব ইতিবাচক বলার সুযোগ নেই। মাত্র ৫১ শতায়শ কানাডিয়ান মনে করেন তাদের আর্থিক অবস্থা ২০২১ সালের তুলনায় ভালো হবে। অর্থনীতি একইরকম থাকবে বলে বিশ^াস করেন সমীক্ষায় অংশ নেওয়া ৪৬ শতাংশ কানাডিয়ান। তবে ব্যবসার জন্য বছরটা ভালো যাবে বলে মনে করেন সমীক্ষায় অংশ নেওয়া ৪৯ শতাংশ কানাডিয়ান।

ওমক্রিনের দ্রুত বিস্তার সত্ত্বেও কানাডা কোন দিকে যাচ্ছে সে ব্যাপারে কানাডিয়ানদের মধ্যে একটা ইতিবাচক দৃষ্টিভঙ্গি রয়েছে। ৫২ শতাংশ কানাডিয়ান মনে করেন, ভ্যাকসিন ও ব্যক্তিগত অভ্যাস ২০২২ সালে এই বিশৃঙ্খলার অবসান ঘটাবে। বছর শেষে তারা স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন।

তবে নতুন বছর নিয়েও কিছু উদ্বেগ এবং বিভাজন রয়েছে। ভ্যাকসিনের বাইরে থাকা লোকজন দেশকে মহামারির বৃত্তে আটকে রাখতে পারে বলে উদ্বিগ্ন ৭৫ শতাংশ কানাডিয়ান। যারা ভ্যাকসিন নিতে অস্বীকৃতি জানাবেন তাদেরকে কঠোর পরিণতির মুখোমুখি করার সঙ্গে দ্বিমত পোষণ করেছেন সমীক্ষায় অংশগ্রহণকারী প্রতি দশজনের মধ্যে ছয়জন।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.