
দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি সীমার মধ্যে ধরে রাখার লক্ষ্য স্থির করেছে কানাডার কেন্দ্রীয় ব্যাংক। তবে এই মুহূর্তে তারা বেশি বিবেচনায় নিচ্ছে কর্ম বাজারের স্বাস্থ্যের বিষয়টি।
বার্ষিক মূল্যস্ফীতি ২ শতাংশের মধ্যে রাখতে ফেডারেল সরকার ও ব্যাংক অব কানাডার মধ্যে নতুন এক কর্মকাঠামো চুক্তির কথা সোমবার ঘোষণা করা হয়েছে। তবে কেন্দ্রীয় ব্যাংক এখন কর্মসংস্থানের হারের বিষয়টিও বিবেচনায় নিচ্ছে এবং মূল্যস্ফীতি সর্বোচ্চে পৌঁছানোর আগে কর্মসংস্থানকে কত উচ্চে নেওয়া যায় সেই চেষ্টা করছে।
নতুন এ চুক্তির আওতায় শ্রমবাজার সর্বোচ্চ সম্ভাবনায় পৌঁছানোর সময় মূল্যস্ফীতি ব্যাংকের নির্ধারিত এক থেকে তিন শতাংশের কাছাকাছি অবস্থানকে গ্রাহ্য করতে পারে কেন্দ্রীয় ব্যাংক। তাছাড়া মন্দা থেকে অর্থনীতিকে বের করে আনতে যতটা সময় প্রয়োজন সুদের হারকে তারা সর্বনি¤েœ রাখতে পারে।
১৯৯১ সাল থেকে ব্যাংক অব কানাডা বার্ষিক মূল্যস্ফীতির হারকে ১ থেকে ৩ শতাংশের মধ্যে ধরে রাখার লক্ষ্য নির্ধারণ করে আসছে। তবে ২ শতাংশকেই সবচেয়ে ভালো বলে বিবেচনা করা হয়ে থাকে। তবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদের হার বাড়ানো হবে কিনা সে সিদ্ধান্ত গ্রহণে শ্রমবাজারের স্বাস্থ্য একটি বড় ইস্যু।
মহামারি শুরুর পর থেকেই ব্যাংক অব কানাডা নীতি সুদহার দশমিক ২৫ শতাংশে অপরিবর্তীত রেখেছে। ২০২২ সালের এপ্রিলের আগে সুদের হার বাড়ানোর কোনো সুযোগ দেখছে না কানাডার কেন্দ্রীয় ব্যাংক।
ব্যাংক অব কানাডা বলেছে, চুক্তির আওতায় সুদের হার আরও কমতে পারে এবং ব্যাংক যদি মনে করে যে এর ফলে মূল্যস্ফীতি লক্ষ্যের মধ্যে আসতে পারে তাহলে তা দীর্ঘ সময় ধরে থেকে যাবে।