
ফেডারেল প্রতিরক্ষামন্ত্রী অনীতা আনন্দ
সাইবার হামলার হুমকি পাওয়ার পর তা প্রতিরোধের উপায় হিসেবে সরকারের প্রায় ৪ হাজার ওয়েবসাইট বন্ধ রেখেছে কুইবেক। ডিজিটাল ট্রান্সফরমেশন মন্ত্রী এরিক কেয়ার এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। তিনি বলেন, পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত সরকারি এসব ওয়েব সাইট বন্ধের সিদ্ধান্ত বহাল থাকবে।
সম্প্রতি অ্যাপাচের জাভাভিত্তিক লাইব্রেরিতে নাজুক একটি সফটওয়্যারের সন্ধান পাওয়ার পরিপ্রেক্ষিতে সরকারি ওয়েবসাইট বন্ধের এ সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সফটওয়্যার বিশ^্যাপী হাজারও প্রতিষ্ঠানকে ক্ষতির মুখে ফেলতে পারে বলে জানিয়েছে ডিপার্টমেন্ট অব ন্যাশনাল ডিফেন্স।
কেয়ার বলেন, সারা বিশ^্যাপী ব্যবহৃত কমন ভালানারেবিলিট স্কোরিংয়ের মাধ্যমে হুমকি পরিমাণ করা হয়েছে। তাতে স্কোর এসেছে ১০ এর মধ্যে ১০। গত শুক্রবার কুইবেক বিষয়টিতে অবগত হয় এবং কোন ওয়েবসাইটগুলো ঝুঁকিতে আছে এর পর থেকে তা মূল্যায়নে কাজ করছে। ওয়েবসাইটগুলো ফিরিয়ে আনার আগ পর্যন্ত এটা অব্যাহত থাকবে। তবে কোনো সিস্টেম আক্রান্ত হওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি এখন পর্যন্ত।
এ নিয়ে পৃথক বিবৃতি দিয়েছেন ফেডারেল প্রতিরক্ষামন্ত্রী অনীতা আনন্দ। বিবৃতিতে তিনি বলেছেন, নিরাপত্তা ঝুঁকির বিষয়টিতে তারা অবগত আছেন। সেই সঙ্গে কানাডিয়ান প্রতিষ্ঠানগুলোকে এদিকে মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।