শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
13.5 C
Toronto

Latest Posts

চট্টগ্রাম সমিতি কানাডার ৫০ তম বিজয় বার্ষিকী উদযাপন

- Advertisement -
বাংলাদেশ ও কানাডার জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়

গত ১৮ ডিসেম্বর রোজ শনিবার চট্টগ্রাম সমিতি কানাডা ইনক্ ৫০ তম বিজয় বার্ষিকী উপলক্ষে ৩০৯৮ ডেনফোর্থ এভিনিউর নিজস্ব অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। কোভিড পরিস্থিতির বিবেচনায় সীমিত সংখ্যক স্বশরীরে ও বিপুল সংখ্যক মানুষ জুমের মাধ্যমে এই আয়োজনে যোগ দেন। সমিতির আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে ও তানভী হকের চমৎকার উপস্থাপনায় বাংলাদেশ ও কানাডার জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল আলোচনা। বীর মুক্তিযোদ্ধা মারূফ শাহ চৌধুরী তার সূচনা বক্তব্য মুক্তিযুদ্ধের রণাঙ্গনের স্মৃতিচারণ করতে গিয়ে বিভিন্ন বিষয় তুলে ধরেন। বিশিষ্ট নাট্য-ব্যক্তিত্ব হাবিবুল্লাহ দুলাল বাংলাদেশের উৎপত্তির ইতিহাস নিয়ে তার নিজস্ব প্রবন্ধ পাঠ করেন। এই প্রবন্ধে বাংলাদেশের প্রাচীন ইতিহাস ও ঐতিহ্য তিনি তুলে ধরেন। সভাপতি তার বক্তব্যে মুক্তিযুদ্ধের সম্যক ধারণা দিয়ে বিজয় দিবসের প্রেক্ষাপট ও ১৬ ই ডিসেম্বর পাক হানাদার বাহিনীর আত্মসমর্পণে চূড়ান্ত বিজয়ের সেই মাহেন্দ্রক্ষণের স্মৃতিচারণ করেন। মহানবিজয়ের মহানায়ক বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধের ৩০ লক্ষ শহীদ ও ২ লক্ষ সম্ভ্রম হারানো মা-বোনদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সমাপনী বক্তব্যে উদযাপন কমিটির আহ্বায়ক মোহাম্মদ হাসান উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে আগামীতে আরও জাঁকজমক পূর্ণভাবে জাতীয় দিবসের সব অনুষ্ঠান আয়োজন করার আশাবাদ ব্যক্ত করেন।

- Advertisement -

দ্বিতীয় পর্বে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান ও কবিতা আবৃত্তি। সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট শিল্পী মারুফ রাসেল, রওশন আক্তার, তানভি হক ও সাজ্জাদ হোসেন। দেশাত্মবোধক গান পরিবেশনায় সকলেই মুগ্ধ হন। তানভি হক মুক্তিযুদ্ধ ভিত্তিক কবিতা আবৃত্তি করেন।পরিশেষে সঞ্চালক সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। প্রেস বিজ্ঞপ্তি।

 

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.