শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
1.6 C
Toronto

Latest Posts

অর্ন্তদ্বেন্দ্বের ব্যাপারে কঠোর হচ্ছেন কাটনার

- Advertisement -
গ্রিন পার্টির অন্তবর্তী নেতা আমিটা কাটনার

একে অপরের বিরুদ্ধে দ্বন্দ্বে লিপ্ত দলীয় সদস্যদের ব্যাপারে কঠোর ব্যবস্থা গ্রহণে দল তৈরি বলে জানিয়েছেন গ্রিন পার্টির অন্তবর্তী নেতা আমিটা কাটনার। ট্রান্সজেন্ডার হিসেবে নিজেকে পরিচয়দানকারী এই অ্যাস্ট্রোফিজিসিস্ট বুধবার বলেন, দলের ক্ষত সারাতে সবার কথা তারা শুনতে চান। এই ক্ষতের সৃষ্টি হয়েছে অন্তর্কলহ এবং বর্ণবাদ ও অ্যান্টিসেমিটিসিজমের অভিযোগকে কেন্দ্র করে।

কিন্তু তা বন্ধ না হলে পার্টির আচরণবিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান কাটনার। অন্তর্কোন্দল পার্টির ক্ষতি করেছে বলে তিনি স্বীকার করেন এবং ক্ষত মেরামতের এই যাত্রায় সবাইকে পথ দেখাতে চান তারা। এটা শুধু একে অপরের বিরুদ্ধে দ্বন্দ্বে লিপ্ত থাকাতের ক্ষেত্রে নয়, একইভাবে ক্ষতিগ্রস্তদের জন্যও।

- Advertisement -

অন্তর্বর্তী নেতা হিসেবে প্রথম সংবাদ সম্মেলনে কাটনার বলেন, নির্বাচনে জনপ্রিয়তা তলানিতে নামার পর পার্টিকে বড় করে তোলার প্রক্রিয়া শুরু করতে চাই। একইসঙ্গে পার্টি আর্থিক সংকটের মধ্যেও রয়েছে এবং এজন্য বেশ কয়েকজন কর্মীকে ছাঁটাই করতে হয়েছে। এ অবস্থায় তহবিল সংগ্রহ অভিযানকে অগ্রাধিকার দিতে হবে।

সাবেক গ্রিন পার্টি নেতা অনামী পল পদত্যাগ করার পর অন্তর্বর্তী নেতা হিসেবে কাটনারকে নিয়োগ দেওয়া হয়েছে। পদত্যাগের সময় অনামী পল বলেছিলেন, গ্রিন পার্টিকে নেতৃত্ব দেওয়া ছিল তার জীবনের সবচেয়ে বাজে অধ্যায়।

৩০ বছর বয়সী কাটনার হচ্ছেন কানাডার প্রথম সারির কোনো ফেডারেল পার্টির প্রথম ট্রান্সজেন্ডার নেতা। দায়িত্ব নেওয়ার পর গ্রিন এমপি মাইক মরিস ও সাবেক নেতা এলিজাবেথ মের প্রতি সম্মান প্রদর্শন করেন।

পরবর্তী নেতা নির্বাচন না করা পর্যন্ত তিনি অন্তর্বর্তী নেতার দায়িত্ব পালন করে যাবেন। তবে স্থায়ীভাবে দলীয় নেতার দায়িত্ব গ্রহণের সম্ভাবনা নাকচ করে দেন তিনি। কাটনার বলেন, গ্রিন পার্টি সরকারের থ্রন স্পিচকে সমর্থন করছে না। কারণ, জলবায়ু পরিবর্তন নিয়ে এটা যথেষ্ট উচ্চাকাক্সিক্ষ নয়। গ্রিন পার্টির দাবি পরিবেশ ইস্যুর চেয়েও বেশি। যদিও জলবায়ু পরিবর্তন রয়েছে অগ্রাধিকারে। তারা তাদের কাছে যেতে চান লিবারেল, কনজার্ভেটিভ ও এনডিপির কাছ থেকে যারা প্রত্যাখ্যাত হয়েছেন। সেই সঙ্গে সেইসব মানুষের কাছে যারা মূলধারার রাজনীতিতে কম কেন্দ্র প্রভাবিত বিকল্প চান। কানাডার আদিবাসী ইস্যুতে ঔপনিবেশিক ও গণহত্যার অতীতও দলের মনোযোগে রয়েছে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.