শনিবার, এপ্রিল ২০, ২০২৪
5.6 C
Toronto

Latest Posts

বিদেশে প্রশিক্ষিত নার্সদের জন্য নিয়ম সহজ করার আহ্বান

- Advertisement -
এনডিপি নেতা জাগমিত সিং

কানাডায় কোভিড-১৯বিরোধী লড়াইয়ে বিদেশে প্রশিক্ষিত নার্সরা যাতে অবদান রাখতে পারেন সেজন্য তাদের ব্যাপারে নিয়মনীতি শিথিল করা আবশ্যক বলে জানিয়েছেন এনডিপি নেতা জাগমিত সিং। ভাইরাসের কারণে স্বাস্থ্যকর্মীদের ওপর চাপ বাড়তে থাকায় ও ওমিক্রন নতুন উদ্বেগ তৈরি করাও তার এ আহ্বানের কারণ।

দি ওয়েস্ট ব্লকের মার্সিডিজ স্টিফেনসনকে দেওয়া সাক্ষাৎকারে জাগমিত সিং বলেন, স্বাস্থ্যকর্মীদের অগ্রাধিকার দিয়ে বিদেশে প্রশিক্ষিত নার্সদের জন্য সরকারের ওয়ার্ক পারমিট দেওয়া উচিত। আমরা এখন স্বাস্থ্যকর্মী বিশেষ করে নার্সদের চরম সংকটে আছি। কিন্তু কানাডায় এখন আন্তর্জাতিকভাবে প্রশিক্ষিত বিপুল সংক্যক নার্স রয়েছেন। নার্স হিসেবে তাদের কাজ করার ক্ষেত্রে এখন একমাত্র বাধা অভিবাসী স্ট্যাটাস। তাদের অভিবাসী স্ট্যাটাসে সামান্য একটি পরিবর্তনই এখানে নার্স হিসেবে তাদের কাজের সুযোগ করে দিতে পারে। সেই সঙ্গে কানাডিয়ানদের তারা সাহায্য করতে পারেন। কানাডার জন্য তাদের সহায়তা এখন খুব বেশি প্রয়োজন।

- Advertisement -

জাগমিত সিং বলেন, স্থায়ী বসবাসের জন্য অপেক্ষা করার অর্থ হলো কানাডায় লাইসেন্সিং পরীক্ষায় উৎরে যাওয়া নার্সদের কাজ শুরু করতে না পারা। যখন স্বাস্থ্যকর্মীদের ওপর চাপ বেড়েই চলেছে।

ব্রিটিশ কলাম্বিয়ার নার্সদের ওপর গত সপ্তাহে পরিচালিত এক সমীক্ষায় দেখা গেছে, কোভিড-১৯ মহামারিরজনিত চাপের কারণে পেশা ছাড়তে চান ৩৫ শতাংশ নার্স।

ব্রিটিশ কলাম্বিয়ার নার্সেস ইউনিয়ন জানিয়েছে, জনবল সংকট কাটাতে ২০২৯ সালের মধ্যে প্রদেশে ২৪ হাজার নতুন নার্সের প্রয়োজন হবে। কিন্তু কানাডার নার্সিং স্কুলগুলোও তাদের প্রোগ্রামের গতি বাড়াতে হিমশিম খাচ্ছে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.