বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
7.9 C
Toronto

Latest Posts

মহামারির মধ্যে নির্বাচনের বিপক্ষে অধিকাংশ কানাডিয়ান

- Advertisement -
ছবি সংগৃহীত

চলতি বছরের মধ্যে ফেডারেল নির্বাচনের সম্ভাবনা ক্রমেই জোরদার হচ্ছে। যদিও কোভিড-১৯ মহামারির মধ্যে নির্বাচনকে নিরাপদ মনে করছেন না অধিকাংশ কানাডিয়ান। সেই সঙ্গে ভোটে অস্বচ্ছতাও তৈরি হতে পারে বলে আশঙ্কা তাদের।

গ্লোবাল নিউজের জন্য পরিচালিত ইপসসের সমীক্ষা বলছে, ৫৩ শতাংশ কানাডিয়ান এ বছরের মধ্যেই ফেডারেল নির্বাচন চান। তবে মহামারির মধ্যে ভোট হলে তা কতটা নিরাপদ হবে তা নিয়ে সন্দিহান ৫৪ শতাংশ কানাডিয়ান। মহামারির মধ্যে নির্বাচন হলে তা স্বচ্ছ হবে না বলে মনে করেন ৫৭ শতাংশ কানাডিয়ান।

- Advertisement -

তবে এ আশঙ্কা সবচেয়ে বেশি লিবারেল পার্টির সমর্থকদের মধ্যে। মহামারির মধ্যে ভোট নিয়ে সংশয় প্রকাশ করেছেন গড়ে দুই-তৃতীয়াংশ লিবারেল সমর্থক। অন্যদিকে কনজার্ভেটিভ পার্টির ৭০ শতাংশ ভোটার মহামারির মধ্যেও নির্বাচনের পক্ষে তাদের মত প্রকাশ করেছেন। সশরীরে ভোট দেওয়ার আগ্রহও ব্যক্ত করেছেন সমসংখ্যক কনজার্ভেটিভ ভোটার। যদিও সামগ্রিকভাবে সশরীরে ভোট দিতে চান ৫৪ শতাংশ কানাডিয়ান। এর বিরোধিতা করেছেন ৩৭ শতাংশ ভোটার এবং সিদ্ধান্তহীনতায় আছেন ১০ শতাংশ।

এ বছর যদি নির্বাচন হয়-ই তাহলে ভোটারদের প্রভাবিত করবে নিঃসন্দেহে কোভিড-১৯, স্বাস্থ্য সেবা ও অর্থনীতি। নির্বাচনে প্রধান তিনটি ইস্যু কি জানতে চাইলে সমীক্ষায় অংশগ্রহণকারী ৪০ শতাংশ উল্লেখ করেছেন মহামারিকে। স্বাস্থ্যসেবাকে প্রধান ইস্যু বলেছেন ৩২ শতাংশ এবং অর্থনীতিকে প্রধান ইস্যু মনে করেন ২৬ শতাংশ কানাডিয়ান।

ক্রয়ক্ষমতা ও জীবনযাত্রার ব্যয়কে প্রধান ইস্যু বলেছেন দুই-তৃতীয়াংশ ভোটার। এছাড়া আবাসন, কর ও জলবায়ু পরিবর্তনের পক্ষে সমর্থন ব্যক্ত করেছেন ১৭ শতাংশ ভোটার। গত নির্বাচনে অবকাঠামো, অভিবাসন, অপরাধ ও বর্ণবাদ প্রধান ইস্যু হয়ে উঠলেও এবার এগুলোর পক্ষে মত দিয়েছেন ১০ শতাংশেরও কম ভোটার। কোনো কোনোটিকে আবার ৫ শতাংশেরও কম মানুষ প্রধান ইস্যু মনে করেন।

মহামারি মোকাবেলায় লিবারেল পার্টিকে সবচেয়ে যোগ্য বলে মত দিয়েছেন সমীক্ষায় অংশগ্রহণকারী ৪১ শতাংশ কানাডিয়ান। স্বাস্থ্য সেবা ব্যবস্থাপনায় দলটিকে উপযুক্ত মনে করেন ৩৬ শতাংশ কানাডিয়ান।

গত সপ্তাহে প্রকাশ করা সমীক্ষায় বলা হয়েছে, আগামীকাল যদি নির্বাচন অনুষ্ঠিত হয়ে তাহলে লিবারেল পার্টি ভোট পাবে ৪০ শতাংশ। এর বিপরীতে ৩০ শতাংশ ভোট টানতে সমর্থ হবে কনজার্ভেটিভ পার্টি। অর্থাৎ পরবর্তী সরকার গঠনের ব্যাপারে ভালো অবস্থানে থাকবে লিবারেল পার্টি।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.