Sun 29th Nov 2020, 8:03 am

পুরান ঢাকায় জবি ছাত্রদলের বিক্ষোভ

পুরান ঢাকায় জবি ছাত্রদলের বিক্ষোভ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: 

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে পরোয়ানা জারির প্রতিবাদে বিক্ষোভ-মিছিল ও সমাবেশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদল।

 

ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (২৪ অক্টোবর) বেলা ১০টার দিকে পুরান ঢাকায় এ বিক্ষোভ মিছিল করে জবি ছাত্রদল।

জবি ছাত্রদলের সভাপতি রফিকুল ইসলাম রফিক ও সাধারণ সম্পাদক আসিফ রহমান বিপ্লবের নেতৃত্বে মিছিলটি সকাল সাড়ে ১০টায় জজকোর্ট থেকে শুরু করে রায়সাহেব বাজার মোড় হয়ে নয়াবাজার মোড়ে গিয়ে শেষ হয়।

এসময় জবি ছাত্রদলের সহ-সভাপতি মনিরুজ্জামান খান, এ ডি এম বাকীর জুয়েল, এস এম আল-আমিন, আবদুল হান্নান, যুগ্ম-সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, কে এম সাখাওয়াত হোসেন, আলী-হাওলাদার, আবদুল মান্নান, সালাউদ্দীন, ইব্রাহীম কবির মিঠু, সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান সাদিক, সহ-সাধারণ সম্পাদক আতিকুর রহমান, শাহ জামাল, সফিক জামিল চৌধুরী, সিনিয়র ছাত্রনেতা আবদুল হক, খোরশেদ আলোম কাজল, এম এএ ফয়েজ, জাহিদ, পলাশসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Comments