শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
8.2 C
Toronto

Latest Posts

ভ্যাকসিন বিতরণের এথিক্যাল ফ্রেমওয়ার্ক প্রকাশ

- Advertisement -

ভ্যাকসিন বিতরণের এথিক্যাল ফ্রেমওয়ার্ক প্রকাশ করেছে অন্টারিও সরকার। প্রদেশজুড়ে ভ্যাকসিন বিতরণে আরও সুনির্দিষ্ট অগ্রাধিকার নির্ধারণের দিক-নির্দেশনা রয়েছে এ ফ্রেমওয়ার্কে। ভ্যাকসিন বিতরণ বিষয়ক টাস্কফোর্সের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে ফ্রেমওয়ার্কটি প্রণয়ন করা হয়েছে।

- Advertisement -

টাস্কফোর্সের চেয়ারম্যান জেনারেল (অব.) রিক হিলার বলেন, অন্টারিওবাসীর কাছে আমাদের যে প্রতিশ্রুতি তার পরিস্কার নির্দশন হচ্ছে এ এথিক্যাল ফ্রেমওয়ার্ক। আমরা জানি, জনগণ ভ্যাকসিন নিতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন। নৈতিক ও কার্যকরভাবে এটি সম্পন্ন করতে ফ্রেমওয়ার্কটি সহায়তা করবে।

অন্টারিওতে তিন ধাপের ভ্যাকসিনেশন পরিকল্পনার প্রথম ধাপ ১৫ ডিসেম্বর শুরু হয়েছে। প্রাথমিকভাবে দুটি হাসপাতালে এটি শুরু হলেও পরবর্তীতে ১৭টি হাসপাতালে তা সম্প্রসারণ করা হয়। এখন পর্যন্ত ফাইজার-বায়োএনটেকের ৯০ হাজার ডোজ ভ্যাকসিন হাতে পেয়েছে অন্টারিও সরকার। হেলথ কানাডার অনুমোদনের পর মডার্নার কাছ থেকেও ৫০ হাজার ডোজ ভ্যাকসিন পাচ্ছে অন্টারিও।

টাস্কফোর্সের সদস্য ডা. ডার্ক হায়ার বলেন, টাস্কফোর্সের প্রধান লক্ষ্য হলো কার্যকর ভ্যাকসিন অন্টারিওবাসীর মধ্যে নিরাপদে, স্বচ্ছভাবে এবং দ্রুততম সময়ের মধ্যে বিতরণ করা। এথিক্যাল ফ্রেমওয়ার্কটি ভ্যাকসিন পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার নির্ধারণে সহায়তা করবে।

ফ্রেমওয়ার্কের প্রধান প্রধান উদ্দেশের মধ্যে আছে কোভিড-১৯ সংক্রান্ত অসুস্থতা ও মৃত্যু কমিয়ে আনার পাশাপাশি সবচেয়ে ঝুঁকিতে থাকা ব্যক্তিদের সুরক্ষা দেওয়া। কোনো ধরনের পক্ষপাত ছাড়াই ভ্যাকসিন বিতরণ নিশ্চিত করাও এর উদ্দেশ্য। অগ্রাধিকারপ্রাপ্ত গ্রুপের সবাই যাতে একই সুবিধা পায়, সেটা নিশ্চিত করাও ফ্রেমওয়ার্কটির লক্ষ্য। সর্বোপরি ভ্যাকসিন বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করা ফ্রেমওয়ার্কটির অন্যতম উদ্দেশ্য।

অন্টারিও সরকার বলছে, অগ্রাধিকারপ্রাপ্ত প্রথম গ্রুপের সবাইকে মার্চ নাগাদ ভ্যাকসিনের আওতায় আনা সম্ভব হবে বলে তারা আশাবাদী। এরপর অন্যান্য গ্রুপের মানুষদের মধ্যে ভ্যাকসিন বিতরণ শুরু হবে।

ডা. ডার্ক হায়ার বলেন, পরবর্তী ধাপে কারা অগ্রাধিকার পাবে তা নির্ধারণে আলোচনা চলছে। আগামী সপ্তাহেই এ ব্যাপারে বিস্তারিত জানা যাবে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.