Sun 29th Nov 2020, 7:53 am

কানাডা পুলিশ বাহিনীতে সিস্টেমিক বর্ণবাদ একটি মারাত্মক সমস্যা : জরীপ

কানাডা পুলিশ বাহিনীতে সিস্টেমিক বর্ণবাদ একটি মারাত্মক সমস্যা : জরীপ

বাংলামেইল ডটকম ডেস্ক

কানাডায় গত ১০ মার্চ আলবার্টার ফোর্ট ম্যাককারি থেকে আথাবাস্কা চিপেওয়ান ফার্স্ট নেশনের প্রধান ও আদিবাসী নেতা অ্যালান অ্যাডামকে আটক করে পুলিশ। সে সময় রয়াল কানাডিয়ান মাউন্টেড পুলিশের (আরসিএমপি) এক কর্মকর্তা অ্যাডামকে মাটিতে ফেলে একের পর এক ঘুষি মারতে থাকেন। বিষয়টি নিয়ে তখন দেশজুড়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সেই সঙ্গে কানাডার পুলিশ বাহিনীতে বিদ্যমান পদ্ধতিগত বর্ণবাদের বিষয়টিও সামনে চলে আসে। সম্প্রতি এক সমীক্ষায় ৬৩ শতাংশ মানুষ মত দিয়েছেন পুলিশ বাহিনীতে সিস্টেমিক বর্ণবাদ একটি মারাত্মক সমস্যা। সমীক্ষায় বলা হয়েছে কানাডায় কৃষ্ণাঙ্গ, আদিবাসী ও অ-শ্বেতাঙ্গ জনগোষ্ঠীর সাথে পুলিশ অসদাচরণ করেন। এমন মত দিয়েছেন ৭৩ শতাংশ নাগরিক। দি অ্যাঙ্গাস রিড’র করা জরিপে ৫ হাজার ৫ জনের মতামতের ভিত্তিতে এ তথ্য ওঠে আসে।

জরিপের শ্বেতাঙ্গ ছাড়া অন্যদের সাথে পুলিশ কেমন ব্যবহার করে জানতে চাইলে ৩৯ শতাংশ মানুষ মত দিয়েছেন, পুলিশ তাদের সাথে খুব খারাপ ব্যবহার করে। ৩৪ শতাংশ বলেন কিছুটা খারাপ ব্যবহার করে। তবে, ১৫ শতাংশ মানুষের মতামত হলো পুলিশের ব্যবহারে কোন সমস্যা নেই। আর ১২ শতাংশ মানুষ এ বিষয়ে কোন মতামত দেয়নি।

Comments