Thu 3rd Dec 2020, 5:18 am

আলবার্টায় রেস্টুরেন্ট বন্ধের প্রয়োজন নেই : প্রিমিয়ার জেসন কেনি

আলবার্টায় রেস্টুরেন্ট বন্ধের প্রয়োজন নেই : প্রিমিয়ার জেসন কেনি

বাংলামেইল ডটকম ডেস্ক

কানাডার আলবার্টায় পুরো এক সপ্তাহ জুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে।  শুক্রবার সর্বাধিক তিন হাজার ৬শ ৫১ জনের শরীরে করোনাভাইরাস সংক্রমণের খবর পাওয়া গেছে। গত একমাসে, কোভিড-১৯ সংক্রমণ অধিক হওয়ায় অন্টারিও এবং কিউবিক সরকারকে টরন্টো, মন্ট্রিয়েল, অটোয়া এবং কুইবেক শহরের রেস্টুরেন্টগুলোতে ভিতরে বসে খাওয়া বন্ধ করতে হয়েছে। তবে মহামারির এই সময়ে আলবার্টায় রেস্টুরেন্ট বন্ধ করার প্রয়োজন নেই বলে বলেছেন আলবার্টার প্রিমিয়ার জেসন কেনি। যদিও করোনাভাইরাস সংক্রমণের প্রায় তিন শতাংশ আতিথেয়তা সেক্টর থেকে হতে পারে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, কানাডায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২ লাখ ১৩ হাজার ৯৫৯ জন, মৃত্যু্রণ করেছে ৯ হাজার ৯ শত ২২ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৭৯ হাজার ৬৩৬ জন।

Comments