Mon 26th Oct 2020, 4:24 pm

ইন্টারনেট ফ্রিডমে কানাডার অবস্থান বিশ্বের তৃতীয়

ইন্টারনেট ফ্রিডমে কানাডার অবস্থান বিশ্বের তৃতীয়

বাংলামেইল ডটকম ডেস্ক

কানাডিয়ানরা স্বাধীনভােবে ইন্টারনেট সুবিধা পাচ্ছেন বলে এর ব্যবহারও বেড়েছে দেশটিতে।  ইন্টারনেট ব্যবহারে  স্বাধীনতার ক্ষেত্রে কানাডার অবস্থান বিশ্বের তৃতীয়। যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা ও থিংক ট্যাঙ্ক ‘ফ্রিডম হাউস’ প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। কোভিড-১৯ এর কারণে বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চলে ইন্টারনেট ব্যবহারে স্বাধীনতা কমলেও কানাডায় এর ব্যবহারে কোন বিধি নিষেধ নেই। ইন্টারনেট ফ্রিডমে কানাডার স্কোর ১০০ তে ৮৭। আইসল্যান্ড ও এস্তোনিয়ার স্কোর যথাক্রমে, ৯৫ এবং ৯৪।  এছাড়া শীর্ষ পাঁচে রয়েছে জার্মানি এবং যুক্তরাজ্য। নয়টি বিষয়ের উপর ভিত্তি করে ইন্টারনেট ফ্রিডমে স্কোর দিয়েছে প্রতিষ্ঠানটি।

Comments