Mon 26th Oct 2020, 4:13 pm

ফোর্বসের তালিকায় সবচেয়ে বেশি উপার্জনকারী ফুটবলার মেসি

ফোর্বসের তালিকায় সবচেয়ে বেশি উপার্জনকারী ফুটবলার মেসি

বাংলামেইল ডটকম ডেস্ক

সম্প্রতি ২০২০ সালের সবচেয়ে বেশি উপার্জনকারী ফুটবলারের তালিকা প্রকাশ করেছে ফোর্বস ম্যাগাজিন। সেই প্রতিবেদন অনুযায়ী সবচেয়ে বেশি উপার্জনকারী ফুটবলার লিওনেল মেসি। তালিকায় তার পরই আছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ফোর্বস জানিয়েছে, মেসির বাৎসরিক আয় প্রায় ১২৬ মিলিয়ন ডলার। আর্জেন্টাইন তারকার চেয়ে ৯ মিলিয়ন ডলার কম আয় করেছেন রোনালদো (১১৭ মিলিয়ন ডলার)। সবচেয়ে বেশি উপার্জনকারী ফুটবলারদের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন নেইমার দ্য সিলভা, চতুর্থ স্থানে কিলিয়ান এমবাপ্পে।

এই চারজনের পর সেরা দশে স্থান পাওয়া ফুটবলারদের মাঝে রয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগের তিনজন। তারা হলেন— মোহাম্মদ সালাহ, পল পগবা ও ডেভিড ডি গিয়া। এই তালিকায় সালাহ আছেন পঞ্চম স্থানে, পগবা ষষ্ঠ ও ডি গিয়া দশম।

বার্সেলোনা ফরোয়ার্ড আঁতোয়ান গ্রিজমান সর্বোচ্চ উপার্জনকারী ফুটবলারের তালিকায় আছেন সপ্তম স্থানে। ২০১৯-২০ মৌসুমটা ভালো না কাটলেও রিয়াল মাদ্রিদের ওয়েলস তারকা গ্যারেথ বেলের অবস্থান অষ্টম। এছাড়া দুর্দান্ত মৌসুম কাটানো বায়ার্ন মিউনিখের পোলিশ স্ট্রাইকার রবার্ত লেভানডোভস্কি আছেন নবম স্থানে।

 
 

Comments