বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪
8.8 C
Toronto

Latest Posts

অন্যান্য রোগ সনাক্তে বর্জ্য পরীক্ষার পরিকল্পনা

- Advertisement -
কানাডার প্রধান জনস্বাস্থ্য কর্মকর্তা ডা. তেরেসা ট্যাম

মাঙ্কিপক্স, পোলিও এবং অন্যান্য সম্ভাব্য স্বাস্থ্য ঝুঁকি পরিমাপে কানাডায় বর্জ্য পরীক্ষার পরিকল্পনা চলছে। কানাডার প্রধান জনস্বাস্থ্য কর্মকর্তা ডা. তেরেসা ট্যাম এ তথ্য নিশ্চিত করেছেন।

কোভিড-১৯ মহামারির সময় ওয়েস্টওয়াটার পরীক্ষা ভাইরাসের সংক্রমণ বোঝার ক্ষেত্রে প্রধান পন্থা হয়ে উঠেছিল। বিশেষ করে পরবর্তী ঢেউগুলোতে কিছু বাদে ব্যক্তি পর্যায়ে সব কোভিড-১৯ পরীক্ষা যখন বন্ধ হয়ে গিয়েছিল।

- Advertisement -

ডা. তেরেসা ট্যাম বলেন, ওয়েস্টওয়ারে মাঙ্কিপক্স সনাক্তে ন্যাশনাল মাইক্রোবায়োলজি ল্যাব নির্ভরযোগ্য একটি পদ্ধতি আবিস্কার করেছে। এজন্য তারা মহামারির সময় গড়ে তোলা অবকাঠামো কাজে লাগাবে। পদ্ধতিটি জটিল। কিন্তু এটা আরও বিস্তৃত পরিসরে ব্যবহার করা যেতে পারে। এই মনিটরিং পদ্ধতি কানাডার জনস্বাস্থ্য এজেন্সির মাঙ্কিপক্সের ওপর নজরদারির উদ্যোগের সঙ্গে কীভাবে যুতসই হবে সেটা পরিস্কার নয়।

মাঙ্কিপক্স রোগটির জন্য দায়ী স্মলপক্স গোত্রের ভারইরাস। ১৯৮০ সালে স্মলপক্স পৃথিবী থেকে বিলুপ্ত ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

নন-এন্ডেমিক দেশগুলোতে মাঙ্কিপক্সের প্রাদুর্ভাব দেখা দিতে থাকে মে মাসে। কানাডায় রোগটিতে আক্রান্তের সংখ্যা এরই মধ্যে এক হাজার ছাড়িয়ে গেছে। যদিও ভাইরাসটির সংক্রমণ এখন শ্লথ হয়ে আসতে পারে বলে জানিয়েছেন ডা. তেরেসা ট্যাম।

মার্কিন স্বাস্থ্য কর্মকর্তারা নিউ ইয়র্ক সিটির ওয়েস্টওয়াটারে গোলিও ভাইরাস সনাক্ত করার পর কানাডাতেও যত দ্রুত সম্ভব পোলিওর পরীক্ষা শুরু করতে চায় জনস্বাস্থ্য সংস্থা। ১৯৯৪ সালে যুক্তরাষ্ট্র থেকে ভাইরাসটি নির্মূল হয়েছিল এবং ১৯৯৩ সাল থেকে আর পাওয়া যায়নি। পশ্চিমা বিশে^ উচ্চ হারে ভ্যাকসিন নেওয়া ব্যক্তিদের মধ্যেও নুতন করে এটি দেখা যাচ্ছে। নিউ ইয়র্কে গত মাসে পোলিও আক্রান্ত এক ব্যক্তিকে সনাক্ত করা হয়েছে।

নগরীর ওয়েস্টওয়াটারে পোলিও ভাইরাসের উপস্থিতি এই ইঙ্গিতই দেয় যে, ভাইরাসটি স্থানীয়ভাবে ছড়াচ্ছে। এমনটাই ধারণা নগরীর স্বাস্থ্য কর্তৃপক্ষ, নিউ ইয়র্ক স্টেট ও মার্কিন ফেডারেল সরকারের। ট্যাম বলেন, এ ব্যাপারে কী পদক্ষেপ নেওয়া যেতে পারে এরই মধ্যে আমরা তা খুঁজে দেখতে শুরু করেছি।
আরো জানা গেছে, অন্টারিওতে পোলিও পরীক্ষা অনলাইনে আসছে। ব্যক্তি পর্যায়ের চেয়ে বর্জ্য পরীক্ষা কতটা কার্যকর কোভিড-১৯ মহামারি তা প্রমাণ করে দিয়েছে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.